বাড়িতে বসে বেসন দিয়ে ত্বক ফর্সা করুন কাচের মত করে?bangla health tips 2021

বাড়িতে বসে বেসন দিয়ে ত্বক ফর্সা করুন কাচের মত করে?bangla health tips 2021

 

আমরা সবাই জানি বেসন শুধু খাবারের কাজে লাগে। কিন্তু আজ আমরা আপনাদেরকে বেসন শুধু খাবারের কাজে ব্যবহারের কথা বলবো না এটা আমাদের মুখের ত্বকের ব্যবহারের কথা বলব। শুধুমাত্র বেসন দিয়ে আপনি বাড়িতে বসে আপনার ত্বক ফর্সা করতে পারবেন।


আজকে আমরা তিনটি উপায়ে বেসন দিয়ে আমাদের মুখের ত্বক ফর্সা করবো।


1. আমাদের প্রথম ধাপ হলো গ্লোয়িং স্কিন বা উজ্জ্বল ত্বক


আমরা এটা কিভাবে করতে পারি ?


আমাদের এটা তৈরি করার জন্য প্রথমে একটি বাটির সাহায্য নিতে হবে। তারপর বাটির মধ্যে 2 চামচ বেসন,1 চামচ মধু, ও সামান্য গোলাপজল নিতে হবে। তারপর এই তিনটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে।


ব্যবহারবিধি:

আমরা যে তিনটি  উপাদানের কথা বললাম ঐ তিনটি উপাদান একত্রে মেশানো হয়ে গেলে আপনি এটা আপনার মুখে আস্তে আস্তে মেসেজ করতে থাকবেন। মেসেজটা অবশ্যই  2 মিনিট করতে হবে। মেসেজ হয়ে গেলে 8 থেকে 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট রাখা হয়ে গেলে তারপর পরিষ্কার পানি দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে ফেলুন। তারপর দেখতে পাবেন আপনার চেহারার মধ্যে পরিবর্তন এসেছে, আপনার স্ক্রিন থেকে দাগ মুছে গেছে এবং আপনার ত্বক দারুন উজ্জ্বল লাগতেছে।

বাড়িতে বসে বেসন দিয়ে ত্বক ফর্সা করুন কাচের মত করে?bangla health tips 2021


2. আমাদের দ্বিতীয় টিপস টি হল ইনস্ট্যান্ট ব্রাইট স্কিন।


কিভাবে করব‌ ?


আগের মত একটি পাত্র নিতে হবে। তারপর দুই চামচ বেসন,2 চামচ টক দই ও আদা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেশাতে হবে।


ব্যবহারবিধি:

উপাদানটি ভালোভাবে মেশান হয়ে গেলে আপনি ভালভাবে আপনার মুখে লাগিয়ে নিন। 10 থেকে 15 মিনিট পর ধুয়ে ফেলুন পরিষ্কার পানি দিয়ে। তারপর আপনি দেখতে পারবেন আপনার মুখের উজ্জ্বলতা বেড়ে গেছে। কারণ হলুদ আর বেসন এর মিশ্রণের ফলে আমাদের মুখের ত্বকের উজ্জলতা নিয়ে আসে। আর আপনি এটা যদি প্রতিনিয়ত করতে থাকেন তাহলে আপনার মুখের উজ্জলতা দিন দিন বেড়ে যাবে এবং এটা কখনোই হারাবে না।

বাড়িতে বসে বেসন দিয়ে ত্বক ফর্সা করুন কাচের মত করে?bangla health tips 2021


3. এখন আমরা দেখব কিভাবে বেসন দিয়ে ফেস মাক্স তৈরি করতে হয়


বেসন দিয়ে ফেস ম্যাক্স তৈরি করার জন্য একটি বাটি নিতে হবে। বাটির মধ্যে 2 চামচ বেসন, 2 চামচ কাঁচা দুধ,আর এক চামচ লেবুর রস নিতে হবে। তারপর এগুলো ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে তারপর এটা আপনার মুখে লাগিয়ে নিন। 25 থেকে 30 মিনিট এটা লাগিয়ে রাখতে হবে। যখন এই ফেস ম্যাক্স টা শুকিয়ে যাবে তখন আপনার মুখটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।


আজকে আমরা বেসনের কার্যকারী সম্পর্কে জানলাম। বেসন দিয়ে যে তিনটি ফেসিয়ালের কথা বললাম এটা যদি আপনারা প্রতিনিয়ত করেন তাহলে প্রাকৃতিক ভাবে ইনস্ট্যান্ট আপনাদের মুখের উজ্জ্বলতা ফিরে আসবে।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন